সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর তরফে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
নোটিশ নম্বর :- KMRCL/GM/Admin/Vacancy-Notice of AGM/Civil/Deputation/2022
পদের নাম :- Additional General Manager
শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অফিসার হতে হবে। যার মধ্যে ১৫ বছর ফিল্ড প্রজেক্ট এর কাজ করতে হবে। মেট্রো প্রজেক্ট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের কম। বয়সের হিসাব ধরা হবে ০১/০৬/২০২২ তারিখ অনুযায়ী।
বেতন :- এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল-২১ অনুযায়ী ৮৭০০ টাকা, লেভেল -২২ অনুযায়ী ৮৯০০ টাকা।
আবেদন প্রক্রিয়া :- এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের একটু সুন্দর বায়োডাটা বানাতে হবে। যেখানে নিজের নাম, বাবার নাম , ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি এছাড়া দরকারি সমস্ত তথ্য দিতে হবে। এবং বায়োডাটা র সাথে নীচে দেওয়া ডকুমেন্টগুলি জেরক্স করে একটি মুখবন্ধ খামে ঘুরে নিচে দেওয়া ঠিকানাই পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. আঁধার কার্ড বা ভোটার কার্ড
২. পাসপোর্ট সাইজের রঙিন ফটো
৩. কাস্ট সার্টিফিকেট ।
৪. গত পাঁচ বছরের জন্য APAR গ্রেডিং সংযুক্ত করতে হবে।
৫. অনান্য নথিপত্র।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC
Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021.
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- আবেদন পত্রের নোটিশ প্রকাশিত ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬/০৮/২০২২ তারিখ। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ১৫/০৯/২০২২ তারিখ।
এছাড়া এই আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।
OFFICIAL NOTICE:CLICK HERE