DA নিয়ে ফের জলঘোলা রাজ্যে। পূর্বে DA বৃদ্ধি নিয়ে একাধিক আবেদন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে বৃদ্ধি পেয়েছে কর্মীদের মহার্ঘ ভাতা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছর মে মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। পরবর্তীকালে জানানো হয় যে এপ্রিল মাস থেকে কার্যকর হবে ডিএ বৃদ্ধির ঘোষণা। এই ঘোষণা অনুসারে ৪% ডিএ বেশি পাবার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। এই নিয়ে শুরু হয়েছে ঝামেলা।
১ মাসের বকেয়া DA দেওয়ার ক্ষেত্রে প্রদান করা হয়েছে ভুল তথ্য। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী দাবি করেছেন যে, “পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের যে এপ্রিল মাসের বকেয়া ডিএ দেওয়া হয়েছিল, সেটা পে স্লিপে দেখানো হয়নি”। অর্থাৎ ৪% ডিএর অতিরিক্ত টাকা পাওয়া গেলেও সেটাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে দেখান হয়েছে কর্মীদের পে স্লিপে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন যে, “জুলাই মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাসের ৪% ডিএ এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল। এখন কোনও স্কুলের শিক্ষক অথবা অশিক্ষক কর্মী পে স্লিপ ডাউনলোড করলে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেই বকেয়া মহার্ঘ ভাতার টাকাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে আইআর হিসেবে দেখানো হচ্ছে”। তিনি এও জানিয়েছেন যে, “অ্যানুয়াল স্টেটমেন্টের ক্ষেত্রেও ওই একইভাবে ভুল তথ্য দেখানো হচ্ছে”।
তিনি জানিয়েচ্ছেন যে এটি সম্পূর্ণ ভুল তথ্য। সরকারি কর্মীদের পে স্লিপ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তাই এই ধরনের ভুল কোনোভাবেই কাম্য নয়। তাই তিনি শিক্ষা দপ্তরের কাছে এই ভুল তথ্য সংশোধনের দাবী জানিয়েছেন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE