নূন্যতম যোগ্যতায় আধার দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ | Aadhaar Department Recruitment

By Sujit Roy

Updated on:

Aadhaar Department Recruitment : দিনের পর দিন রাজ্যে বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছে না কোন লাভ। দুর্নীতির জেরে মার খাচ্ছেন প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আধার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিতভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আধার ডিপার্টমেন্টের পক্ষ থেকে।
পদের নাম : সেকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
শূন্যপদের সংখ্যা : কতগুলি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে তা জানতে অফিশিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

বেতন কাঠামো, বয়সের সময়সীমা ও শিক্ষাগত যোগ্যতা

বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক সর্বনিম্ন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৭ হাজার ৬০০ টাকা থেকে টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : পদ বিশেষে ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

Aadhaar Department Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদের জন্য প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কাজ শেষ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা The Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre-Office Complex Plot No. 1, Sector-M2, IMT Manesar, (Gurugram) – 122050। নিয়োগের বিষয়ে বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERR 

Leave a comment