সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দীর্ঘদিন পর আবারো চলে এলো নতুন করে বিশাল বড় একটি সুখবর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ইতিমধ্যে আবারো ৫৩% থেকে বাড়িয়ে ৫৫% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন, এর ফলে সরকারি কর্মীরা প্রচুর খুশি।
কতটা বাড়ল বেতন?
এন্ট্রি লেভেলের কর্মীদের যাদের (১৮,০০০ টাকা বেসিক পে) মাসিক বেতনের সঙ্গে ৩৬০ টাকা বাড়বে। যদি কোন কর্মচারীদের ৩০,০০০ টাকা বেসিক পে থাকে তাহলে ডিএ ৯,৫৪০ টাকা থেকে বেড়ে হবে ৯,৯০০ টাকা। এছাড়াও যদি কোন কর্মচারীদের ৫০,০০০ টাকা বেসিক পে থাকলে মাসিক ৬০০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে।
কবে থেকে কার্যকর হবে?
প্রতিবছর দুবার করে ডিএ বৃদ্ধি করা হয়। এই নতুন ডিএ হার চলতি মাস থেকেই কার্যকর হবে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখন আসল। সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা আগামী বেতনস্লিপ থেকেই এই সুবিধা পাবেন।
কেন এই বৃদ্ধি?
সরকারি নিয়ম অনুযায়ী, সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক (AICPIN) -এর ভিত্তিতে বছরে দুবার (জানুয়ারি ও জুলাই) ডিএ পুনর্বিবেচনা করা হয়, এবং এর উপর ভিত্তি করেই বেতন ও DA বাড়ানো হয়। ২০২৪ সালের শেষার্ধে মূল্যস্ফীতির হার বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকরী হবে এবং বেতন বৃদ্ধি পাবে।
কে কে পাবেন এই সুবিধা?
সমস্ত ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারী
অটোনমাস বডিতে কর্মরত কর্মীরা (যাদের বেতনকাঠামো কেন্দ্রীয় পে কমিশন অনুসরণ করে)
কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা (ডিআর বা ডিয়ারনেস রিলিফও ৫৫% হবে)
বিগত বছরগুলিতে ডিএ বৃদ্ধির প্রবণতা
সময়কাল | ডিএ হার | বৃদ্ধি |
---|---|---|
জানুয়ারি ২০২৪ | ৫০% | +৩% (অক্টোবর ২০২৪) |
জুলাই ২০২৪ | ৫৩% | +৩% |
জানুয়ারি ২০২৫ | ৫৫% | +২% |
কীভাবে গণনা করা হয়?
ডিএ নির্ধারণ করা হয় AICPIN ডেটার ভিত্তিতে। প্রতি বছরের মত এবছরও ২০২৪ সালের জুন পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করেই ডিএ বৃদ্ধি করা হয়েছে।
কর্মচারীদের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র জানান, “এই বৃদ্ধি স্বাগত জানাই, তবে মহামারীকালীন ১৮ মাসের বকেয়া ডিএ নিষ্পত্তির দাবি এখনো অমীমাংসিত।”আঠারো মাসের বকেয়া DA দিলে তারা আরো বেশি খুশি হবেন বলে জানানো হয়েছে।
পরবর্তী পদক্ষেপ:
সরকারি সূত্রে জানা গেছে, প্রতিবছরের মত আবার ২০২৫ সালের জুলাই মাসে আরও ৩-৪% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যদি মূল্যস্ফীতির হার বর্তমান স্তরে থাকে।
আপনারা যদি এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংবাদটি সম্পর্কে আরও জানতে পারেন: [www.india.gov.in](https://www.india.gov.in)
বিঃদ্রঃ বিশেষভাবে বলে রাখা ভালো এই সংবাদটি সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তৈরি। যেকোনো আপডেটের জন্য সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট চেক করুন। এরকম আরো নিত্য নতুন খবর সবার প্রথমে পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।