মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ | WB 10 Pass Health Workers Recruitment

 সুখবর সুখবর সুখবর । রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই বা মাধ্যমিক সমতুল্য কোন শিক্ষাগত যোগ্য তাই পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে স্বাস্থ্যকর্মী ( Health Workers) পদে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এখানে যে সকল প্রার্থীর আবেদন করবে তাদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য পোস্টিং দেওয়া হবে। এই পদ সম্বন্ধে আরও জানতে নিচে পোস্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

শূন্য পদের নাম :- স্বাস্থ্যকর্মী (Health Workers)

     SDO অফিস অনুযায়ী শূন্য পদগুলি ভাগ করা হয়েছে।যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা নীচে দেওয়া লিঙ্ক অনুযায়ী আবেদন পত্র ডাউনলোড করতে হবে। নিজস্ব বিডিও অফিসের প্রকাশিত নোটিশ অনুযায়ী শূন্য পদ দেখিতে পাবেন। 

যোগ্যতা :- যে সকল প্রার্থী স্বাস্থ্য কর্মী পদে। আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে অথবা মাধ্যমিক সমতুল্য কোন পরীক্ষায় পাশ করতে হবে যেমন উচ্চ মাধ্যমিক। কিন্তু মাধ্যমিকের উপর ভিত্তি করেই প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।যেহেতু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে তাই এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। আর সেই মহিলাদের হতে পারে বিবাহিতা/ বিবাহ বিচ্ছেদ/ বিধবা। এবং প্রার্থী রা যে জেলার হয়ে আবেদন করবে তাদের সেই জেলার স্থায়ি বাসিন্দা হতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে ইচ্ছু তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়া ST, SC,OBC, PH ক্যান্ডিডেটদের মহিলারা ২২ বছর হলেও আবেদন করতে পারবেন।

 আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। যে সকল প্রার্থীরা SDO অফিসের স্বাস্থ্য বিভাগ আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই পত্র SDO অফিসেই জমা দিতে হবে। আবেদনকারীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- অফলাইনে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টগুলো জেরক্স করে দিতে হবে সেগুলি হল – 

১. বয়সের প্রমানপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট। 

২. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের এডমিট ও মার্কসীট।

৩. আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড (যে কোন একটি)

৪. কাস্ট সাটিফিকেট।

৫. পাসপোর্ট সাইজের ফটো।

৬.বিবাহিত / বিবাহ বিচ্ছেদ/ বিধবা প্রমান।

৭. 25×13 সাইজ অনুযায়ী খামে ভরে খামের উপর একটি পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- যে সকল প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তারা ৩০/০৩/২০২৩ থেকে শুরু করে ১৪/০৪/২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবে। আবেদন পত্র জমা নেওয়া হবে ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যা ৫ টার মধ্যে।

আপনাদের যদি আমাদের পেজের খবর করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন রোজ রোজ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।

Official Notice :- Download 

BDO Office Vacancy Notice :- Click Here

Application Form :- Download

Leave a comment