চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এবার বড় সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থী একটি চাকরি খুঁজছিলেন তাদের জন্য আজকের খবরটি হতে চলেছে বিশাল বড় সুখবর। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা আবেদন করতে পারবে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই দেরি না করে অতি অবশ্যই আবেদন করুন। আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন? সমস্ত কিছু নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
১. পদের নাম :- Principal .
শিক্ষাগত যোগ্যতা :- M.Sc.(N) এর সাথে 15 বছরের অভিজ্ঞতা যার মধ্যে 12 বছরের ন্যূনতম সহ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । সাথেকলেজিয়েট প্রোগ্রামে 5 বছর। Ph.D.(N) কাম্য।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে 65 এর কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬৫০০০ টাকা।
২. পদের নাম :- Vice-Principal .
শিক্ষাগত যোগ্যতা :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের M.Sc. এর সাথে 12 বছরের অভিজ্ঞতা যার মধ্যে 10টি বছরের ন্যূনতম সহ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কলেজিয়েট প্রোগ্রামে 5 বছর। এবং Ph.D করতে হবে।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ৬৫ বছরের কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০০০০ টাকা।
৩. পদের নাম :- Professor .
মোট শূন্য :- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের M.Sc করতে হবে। সাথে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে । তার মধ্যে 7 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। Ph.D. করতে হবে।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ৬০ বছরের কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৪০০০ টাকা।
৪. পদের নাম :- Associate Professor .
মোট শূন্যপদ :- ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের M.Sc. করতে হবে। সাথে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি করতে হবে।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ৫৫ বছরের কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪২০০০ টাকা।
৫. পদের নাম :- Assistant Professor .
মোট শূন্যপদ :- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের M.Sc. করতে হবে। সাথে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে পিএইচ.ডি.কাম্য।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ৬০ বছরের কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৩০০০ টাকা।
৬. পদের নাম :- Tutor.
মোট শূন্যপদ :- ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের M.Sc.(N) অথবা B.Sc.(N)/P.B.B.Sc.(N) সহ 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ৫০ বছরের কম।
বেতন :- এই পদে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৬০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ফিলাপ করতে হবে। তারপর নিচে দেওয়া ইমেইল আইডির মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবং ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নো অবজেকশন সার্টিফিকেট (NOS) নিয়ে যেতে হবে।
ইমেইল আইডি টি হল – recruitment@wbuhs.ac.in .
প্রয়োজনীয় ডকুমেন্ট :- ইন্টারভিউ দিন যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে –
১. বয়সের প্রমাণপত্র/ মাধ্যমিকের এডমিট কার্ড।
২. প্যান কার্ড।
৩. আধার কার্ড বা ভোটার কার্ড।
৪. B.Sc নার্সিং এর সার্টিফিকেট এবং মার্কশিট।
৫. M.Sc সার্টিফিকেট ও মার্কসিট।
৬. বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক/সম্মান/বিশ্ববিদ্যালয় টপারের সার্টিফিকেট (যদি থাকে)।
৭. বর্তমান এবং পূর্ববর্তী শিক্ষাদান এবং প্রশাসনিক অভিজ্ঞতা(গুলি) সম্পর্কিত নথি।
৮. আবেদন ফি প্রদানের রসিদ।
আবেদন মূল্য :- এখানে ওবিসি ও জেনারেল দের থেকে আবেদন মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা ও ২৫০ টাকা। অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য নেয়া হবে না।
আবেদনের শেষ তারিখ :- এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ১৫/০৯/২০২২ তারিখ।
ইন্টারভিউয়ের স্থান :- The West Bengal University of Health Sciences DD 36, Sector 1, Salt Lake Kolkata-700064.
ইন্টারভিউয়ের তারিখ :- ইন্টারভিউ নেয়া হবে ২০/১০/২০২২ তারিখ সকাল ১১ টা থেকে।
আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটি ভিজিট করতে হবে।
OFFICIAL NOTICE: CLICK HERE