পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউ দিয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ | WB Govt DEO Recruitment 2022

 চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন করে আবারও একটি সুখবর। যেখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। এই চাকরি হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের ডিএম(DM) তথা DISTRICT MAGISTRATE OFFICE এর তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন যোগ্য বলে বিবেচিত করা হবে। এই পদে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা আবেদন করতে পারবে তথা নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদনযোগ্য। তাই দেরি না করে যে সমস্ত প্রার্থী চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই খবরটি বিস্তারিত ভাবে পড়বেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে চাকরির জন্য আবেদন করবেন।

 পদের নাম :- DATA ENTRY OPERATOR (D.E.O) 


মোট শূন্যপদ :- ০৪ টি ।

অফিস :- Derjeeling Treasure Office .(1 Post) Siliguri – I Treasure Office ( 1 Post) Siliguri -II Treasure Office ( 2 Post) 

বয়স :- এই পদে আবেদনকারী দের বয়স হতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। সাথে কম্পিউটার কোর্স করতে হবে।

 বেতন :- এই পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১,০০০ টাকা করে।

 আবেদন প্রক্রিয়া :- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওপেন করলে একটি ফর্ম আসবে সেটিকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন নাম ঠিকানা, পিতা/স্বামীর নাম , বয়স জন্ম তারিখ , লিঙ্গ , ইত্যাদি ডকুমেন্ট ফিলাপ করতে হবে। তারপর ফর্মের ডান সাইডে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। নিচের ডান সাইডে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। ফরম ফিলাপ হয়ে গেলে পোস্ট অফিসর মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে ।

 প্রয়োজনীয় ডকুমেন্ট :- 

১. মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশীট 

২.গ্রাজুয়েশন এর মার্কশিট

৩. আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড।

৪. পাসপোর্ট সাইজের ফটো।

৫. বয়সের প্রমাণপত্র।

৬. কাস্ট সার্টিফিকেট।

৭. কম্পিউটার সার্টিফিকেট।

 আবেদন পত্র জমা দেওয়া ঠিকানা :- Treasury Department In Office Of The District Magistrate , Derjeeling , Lebong Crat Rd.

 নিয়োগ প্রক্রিয়া :- এখানে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেয়া হবে না। প্রার্থীদের কম্পিউটার টেস্ট যেটি নেওয়া হবে ৩৫ নাম্বারে ও মৌখিক পরীক্ষা যেটি নেওয়া হবে ১৫ নম্বরে। এই পরীক্ষার নাম্বার অনুযায়ী একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীদের সিলেক্ট করা হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- আবেদনপত্রের নোটিশ প্রকাশিত হয়েছে ১২/০৯/২০২২ তারিখ। এবং আবেদন প্রক্রিয়া চলবে ২৯/০৯/২০২২ তারিখ পর্যন্ত।

যে সকল প্রার্থী এই চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত তথ্য বিবেচনা করে চাকরির জন্য আবেদন করবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a comment