পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ | WB Important GK Question Answer

 সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা। চাকরির পরীক্ষার প্রস্তুতি কে আরো সহজ সরল করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিগত চাকরির পরীক্ষায় আস নিয়মিত বেশ কিছু প্রশ্ন উত্তর ও বিভিন্ন মক টেস্ট। আপনারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সরকারি চাকরি যেমন রেল, WBP, WBCS, গ্রুপ ডি গ্রুপ সি সহ সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত।

1. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ?

A) ভারত B) চীন C) নেপাল D) ভূটানে ।

➡️ নেপাল।


2. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?

A) রাশিয়া B) অস্ট্রেলিয়া C) ব্রাজিল D) আফ্রিকা।

➡️ আফ্রিকা।


3. তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছে ?

A) ২০১১ সালে B) ২০১২ সালে C) ২০১৩ সালে  D) ২০১৪ সালে।

➡️ ২০১৪ সালে ।


4. বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ?

A) ভূমধ্যসাগরীয় অঞ্চল B) মৌসুমী অঞ্চল  C) নিরক্ষীয় অঞ্চল D) নাতিশীতোষ্ণ অঞ্চল ।

➡️ ভূমধ্যসাগরীয় অঞ্চল।


5. নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতে মিলন বিন্দু ?

A) জাভাদি পর্বতমালা B) আনাইমালাই পর্বতমালা C) নীলগিরি পর্বতমালা  D) শিভারয় পর্বতমালা।

➡️ নীলগিরি পর্বতমালা ।


6. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে –

A) সাইক্লোন B) টর্নাডো C) হারিকেন D) টাইফুন

➡️ টাইফুন।


7. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

A) মুর্শিদাবাদ B) নদীয়া C) মালদা D) পুরুলিয়া।

➡️ নদীয়া।


8. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

A) শতদ্রু B) গঙ্গা C) বিপাশা D) ইরাবতী

➡️ শতদ্রু।


9. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কী ?

A) রূপনারায়ণ B) সুবর্ণরেখা C) দামোদর D) কয়না 

➡️ দামোদর।


10. কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত ?

A) পশ্চিমবঙ্গ B) ওড়িশা C) ঝাড়খন্ড D) মধ্যপ্রদেশ 

➡️ পশ্চিমবঙ্গ।


11. নবগঠিত অন্ধপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি?

A) সেকেন্দ্রাবাদ B) হায়দ্রাবাদ C) অমরাবতী D) বিশাখাপত্তনম

➡️ অমরাবতী।


12. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো –

A) ২.৪ শতাংশ B) ২.৮ শতাংশ C) ৩.২ শতাংশ D) ৩.৬ শতাংশ।

➡️ ২.৪ শতাংশ।


13. ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছে এখানে সেটি হল –

A) সুর্মা উপত্যকা B) ডিগবয় C) রুদ্রসাগর D) নাহোরকাটিয়া

➡️ ডিগবয়।


14. ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?

A) গুজরাট B) মহারাষ্ট্র C) কর্ণাটক D) তামিলনাড়ু

➡️ তামিলনাড়ু।


15. এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি ?

A) সৌর বিদ্যুৎ B) তাপ বিদ্যুৎ C) পারমাণবিক বিদ্যুৎ D) পেট্রোলিয়াম।

➡️ সৌর বিদ্যুৎ।

Leave a comment