নতুন করে আবারো জেলায় জেলায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সুখবর | WB Civic Volunteer Recruitment

 রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, আগামীতে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আপনার করতে পারেন। তবে রাজ্যে এই সিভিক পুলিশ নিয়োগে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে যেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এখানে আমরা রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ার পদে নতুন কর্মী নিয়োগের বিস্তারিত খুটিনাটি তথ্য আলোচনা করতে চলেছি।

   বন্ধুরা বর্তমানে আমাদের রাজ্য সরকার একে একে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। কিছুদিন আগে একটি প্রেসমিট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামীতে রাজ্যে বিভিন্ন বিভাগে ১ লক্ষ ২৫ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মোতাবেক বিভিন্ন বিভাগে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আগামীতেও হতে চলেছে। তাই যে সব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন রাজ্যের এই নব বিজ্ঞপ্তিতে কিছুটা হলেও তাদের মনে অক্সিজেন জুড়িয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক তথা নারী পুরুষ সকলে নির্বিশেষে আবেদন করতে পারবেন। তবে বর্তমানে সিভিক পুলিশ নিয়োগের ক্ষেত্রে নতুন একটি যোগ্যতার কথা উল্লেখ করেছেন সরকার। রাজ্য সরকার বলেছেন রাজ্যের যে সমস্ত খেলোয়ারেরা খেলাধুলার ভীষণ দক্ষ, তাদের নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এই মোতাবেক কিছু নিয়োগ প্রক্রিয়ায় দক্ষ খেলোয়ার 4324 জনকে নয়া করে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়েছে। তাই আপনি যদি সিভিক ভলেন্টিয়ার পদে আগ্রহ প্রকাশ করে থাকেন তার পাশাপাশি খেলাধুলায় কিছুটা দক্ষ হলে আগামীতে আপনাকে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পেতে কেউ আটকাতে পারবেনা।

  

বর্তমানের রাজ্য তথা দেশে বেকার যুবকদের হাহাকার, রাজ্য তথা কেন্দ্র সরকার এই বেকার সমস্যা সমাধানে চূড়ান্ত ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন সময় নিয়োগপত্র প্রদান করে থাকেন। সেই মোতাবেক নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে চলেছে সরকার। সাম্প্রতিক যে পঞ্চায়েত ভোট হলো এই পঞ্চায়েত ভোটে শাসকদলের জয় নিশ্চিত হয়েছে, তাই আগামীতে লোকসভা ভোটেও এই জয় ধরে রাখতে রাজ্য সরকার মারিয়া হয়ে পড়েছে। তাই তারা বিভিন্ন সময় জনগণকে খুশি করার বিভিন্ন পন্থা অবলম্বন করছে। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলা থেকে জনগণ এর মুখ ফেরাতেই মুখ্যমন্ত্রী এক লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের বার্তা দিয়েছেন। এই নিয়োগের পাশাপাশি পুনরায় প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা ভাবছেন সরকার। সেই মোতাবেক সিভিক ভলেন্টিয়ার পদে নতুন শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ও নির্ধারণ করেছে, যেখানে বলা হয়েছে খেলাধুলায় দক্ষ ক্যান্ডিডেটদের সর্বপ্রথম অগ্রাধিকার দেয়া হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment